শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeউন্নয়নবিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন প্রকার  বীজ ও সার বিতরণ 

বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক বিভিন্ন প্রকার  বীজ ও সার বিতরণ 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:

বিলাইছড়িতে  রবি মৌসুমে কৃষি  প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বীজধান, সার ও অন্যান্য শস্য  বীজ বিতরণ  করা  হয়েছে।  বৃহস্পতিবার (২০নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে  ডরমিটরি ঘাট হতে এইসব সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি উপকরণের মধ্যে  হাইব্রিড জাতীয় ধানের বীজ ৫০ জনকে ২ কেজি করে  বিতরণ করা হয়েছে । আরও বিতরণ করা হয়েছে উফঁশী ধানের বীজ ২৫ জনকে, সঙ্গে সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।

এছাড়াও বিতরণ করা হয়েছে সরিষা বীজ ১৫০ জনকে ১ কেজি করে, সঙ্গে এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি। সূর্য্যমূখী বীজ ১০ জনকে ১ কেজি করে সঙ্গে এমওপি ১০ কেজি, ডিএপি-১০ কেজি। বাদাম বীজ  ৫০ জনকে ১০ কেজি করে, সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। আরো  অড়হর ৩০ জনকে ২ কেজি করে, সঙ্গে ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, বদিউল আলম, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: