

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
বিলাইছড়িতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বীজধান, সার ও অন্যান্য শস্য বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০নভেম্বর) কৃষি অফিসের আয়োজনে সকালে ডরমিটরি ঘাট হতে এইসব সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষি উপকরণের মধ্যে হাইব্রিড জাতীয় ধানের বীজ ৫০ জনকে ২ কেজি করে বিতরণ করা হয়েছে । আরও বিতরণ করা হয়েছে উফঁশী ধানের বীজ ২৫ জনকে, সঙ্গে সার ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি।
এছাড়াও বিতরণ করা হয়েছে সরিষা বীজ ১৫০ জনকে ১ কেজি করে, সঙ্গে এমওপি সার ১০ কেজি, ডিএপি ১০ কেজি। সূর্য্যমূখী বীজ ১০ জনকে ১ কেজি করে সঙ্গে এমওপি ১০ কেজি, ডিএপি-১০ কেজি। বাদাম বীজ ৫০ জনকে ১০ কেজি করে, সঙ্গে ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। আরো অড়হর ৩০ জনকে ২ কেজি করে, সঙ্গে ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, ওয়ার্ড মেম্বার বাবু লাল তঞ্চঙ্গ্যা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতিভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, বদিউল আলম, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মোদক, কৃষক বিশাল চাকমা ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com