মানিকছড়ির মৃত. আবাইশে সাপ্তাহিক সংঘদানের  ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0
84

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি:

মানিকছড়ি গঞ্জপাড়া অত্যন্ত গরীব মৃত আবাইশে মারমা ( পিনিংমা) সাপ্তাহিক সংঘ দান ধর্মীয় অনুষ্ঠানে উদ্দেশ্য বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা অনুদানে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা উদ্যোগে মানিকছড়ি উপজেলায় ৩ নং যোগ্যাছোলা ইউনিয়নে সবচেয়ে অবহেলিত দূর্গম গঞ্জ পাড়াতে মৃত আবাইশে মারমা (৭০) বাড়িতে সাপ্তাহিক সংঘ দান ধর্মীয় অনুষ্ঠানে উদ্দেশ্য খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন মারমা যুব ঐক্য পরিষদে সংগঠনে নেতৃবৃন্দ।

মৃত আবাইশে মারমা ( পিনিংমা) অত্যন্ত গরীব একজন বিধবা। তিনি সুস্থ সময়ে প্বার্শবর্তী ইসম্পানি কোম্পানী নেপচুর চা বাগানে মজুরী কাজ করেছিলেন। তার এক ছেলে আছে, স্বামীও অনেক আগে মারা গেছে। তিনি মারা যাওয়া পরে খুবই অসহায়ত্ব বিভিন্ন অনলাইন প্রচারে খবর মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা নজরে পড়ে, পরে তার নির্দেশে ধর্মীয় অনুষ্ঠানে উদেশ্য চাল, ডাল বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণে উদ্যোগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি উষাজাই মারমা, সহ-সভাপতি অংগ্য মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক পাইসাঅং মারমা (লাল), আতুশে মারমা, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক উথোয়াইপ্রু মারমা, সহ- সাধারণ সম্পাদক লাব্রেচাই মারমা, দোঅংগ্য মারমা, রামপ্রু মারমা, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ নিউপ্রু মারমা, মানিকছড়ি সদর ইউনিয়নে মারমা যুব ঐক্য পরিষদে সভাপতি চিংনুমং মারমা, যুব নেতা পাইহ্লা মারমাসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আবাইশে মারমা (৭০) বার্ধক্যজনিত কারণে গত (১৭ সেপ্টেম্বর) বুধবার বিকেল ৩ টায় সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তার মৃত্যুতে অসহায়ত্ব বিভিন্ন অনলাইনে খবর প্রচার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here