চট্টগ্রামে ত্রিপুরা কল্যাণ ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিরসরাই ইপিজেড উপশাখা কমিটি গঠন

0
3

স্টাফ রিপোর্টার||

চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিরসরাই উপজেলা ইপিজেড শাখার উপশাখা কমিটি গঠন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রকি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নূর আলম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ রামগড় শাখার সভাপতি হরি সাধন বৈষ্ণব, ১৮৮ নং খেদাছড়া মৌজার হেডম্যান সুরজিত ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ধন রঞ্জন ত্রিপুরা, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা, উষা ত্রিপুরা, কমল বিকাশ ত্রিপুরা, রনজিত ত্রিপুরা, উপা মোহন ত্রিপুরা, নির্মল ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তারা বলেন, ত্রিপুরা জাতির উন্নয়নে রাজনৈতিক নিরপেক্ষ অবস্থান থেকে মানবিক সহায়তা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে কেক কেটে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দ্বিতীয় অধিবেশনে মিরসরাই উপজেলা ইপিজেড শাখায় ২৮ সদস্য বিশিষ্ট উপশাখা কমিটি গঠন করা হয়। এসময় গেস্ট অব অনার বিদ্যুৎ শংকর ত্রিপুরা নবগঠিত কমিটির সদস্যদের অরাজনৈতিক শপথ বাক্য পাঠ করান।

নবগঠিত কমিটিতে অনিল ত্রিপুরা সভাপতি, দীপু ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং মিজন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আয়োজকেরা ত্রিপুরা জাতির ঐতিহ্য অনুযায়ী উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেন।

শেষ পর্যায়ে ত্রিপুরা রিনা ও রিসা পরিধানে ঐতিহ্যবাহী পোশাকে ত্রিপুরা গান ও নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here