বান্দরবানে আবারো ২৫ শ্রমিককে অপহরণের অভিযোগ

0
29

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে লামায় আবারও ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা অপহরণ করেছে সে বিষয়ে জানা যায়নি।

গতকাল শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে অপহৃতদের মুক্তিপণের বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ বিজিবি সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here