বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে লামায় আবারও ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা অপহরণ করেছে সে বিষয়ে জানা যায়নি।
গতকাল শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৫ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে অপহৃতদের মুক্তিপণের বিষয়ে এখনো কোন খবর পাওয়া যায়নি।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ বিজিবি সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরই ইউনিয়নের লিংপুং এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেন সন্ত্রাসীরা।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com