সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
HomeUncategorizedরুমায় সেনাবাহিনীর কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রুমায় সেনাবাহিনীর কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

উপজেলা প্রতিনিধি।। রুমা।।

বান্দরবানে রুমা উপজেলায় বগালেক আর্মি ক্যাম্পে ১বীর অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর। রোববার সকাল থেকে শুরু করে দিনব্যাপী শিশু, নারী ও পুরুষ মোট ২শত ৬২জনকে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএস- নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া এমবিবিএস, ( সি,ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়বেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন।

উক্ত কর্মসূচিতে ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৭৯১৬ মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ,পিএসসি উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: