উপজেলা প্রতিনিধি।। রুমা।।
বান্দরবানে রুমা উপজেলায় বগালেক আর্মি ক্যাম্পে ১বীর অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর। রোববার সকাল থেকে শুরু করে দিনব্যাপী শিশু, নারী ও পুরুষ মোট ২শত ৬২জনকে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএস- নয়া ক্যাপ্টেন মোঃ র সিন জামান অয়ন (আরএমও- ১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া এমবিবিএস, ( সি,ইউ) পিজিটি (চর্ম ও এলার্জি) সিসিডি (বারডেম) ডায়বেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৭৯১৬ মেজর সাদ মুহম্মদ আব্দুল্লাহ আজিজ,পিএসসি উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি পাড়াবাসীদেরকে আশ্বাস প্রদান করেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com