তৃতীয় রাজনৈতিক সংগঠন সুযোগ নিতে আসলে তাদেরকেও প্রতিহত করার হুশিয়ারি- বৈষম্যের বিরোধী শিক্ষার্থী

0
30

।।আকাশ মারমা মংসিং বান্দরবান।। 

স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার শেখ হাসিনা এক দফার দাবীতে ১৫ দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে হয়েছে। । তাই অন্য কোন রাজনৈতিক সংগঠন এই সুযোগ নিতে আসলে তাদেরকেও প্রতিহত করা হবে বলেও হুশিয়ার দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।।

বুধবার ( ৭ আগষ্ট) বেলা তিনটায় শহরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্ত্বরে সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালনকালে এসব কথা বলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

এসময় বান্দরবানসহ সারাদেশে দুর্বৃত্তের হামলা,লুটপাট ও ভাঙ্গচুরের প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা পতাকা হাতে নিয়ে এই কর্মসূচীতে অংশ নেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগের আইন বিভাগের শিক্ষার্থীর সাইমা রহমান সাইন, প্রধান সমন্বয়ক খালেদ বীন নজরুল, সহ সমন্বয়ক জমির উদ্দিন, মিসবাহ উদ্দিন, হাবিব আল মাহমুদসহ সমন্বয়ক নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, কয়েক হাজার শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী থেকে দেশ স্বাধীন করে এনেছে।  দেশের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। কিন্তু স্বৈরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করলেও তৃতীয় শক্তি দ্বারা দুর্বত্তদের যে লুটপাট, ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এসব বৈষম্যের বিরোধী ছাত্ররা সমর্থন করে না। তাই এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা হুশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরো বলেন, যতদিন নিরপেক্ষ সরকার গঠন না হওয়ার পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখনো রাজপথে রয়েছে। দেশকে নিরপেক্ষ সরকার গঠনের পর শিক্ষার্থীরা নিজ ঘরে ফিরবে। তাই অন্য কোন রাজনৈতিক সংগঠন এই সুযোগ নিতে আসলে তাদেরকে পতন করা হবে ।  তাই কোন ধর্মে প্রতি আঘাত আনার চেষ্টা চালানোর পাশাপাশি দুস্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here