রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Homeখাগড়াছড়িখাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক নিযুক্ত মোঃ নিজাম উদ্দিন

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের জেলা প্রধান সমন্বয়ক নিযুক্ত মোঃ নিজাম উদ্দিন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি পার্বত্য জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মোঃ নিজাম উদ্দিনকে জেলা প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন (৩) মাসের জন্য তাকে দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

সিএইচটি সম্প্রীতি জোটের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়। ২৪ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার থোয়া ইচিং মং শাক-এর স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের কার্যক্রম নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বড়ুয়া, হিন্দু ও চাকমা—এই সাতটি জাতিসত্তার মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের বিভিন্ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিএইচটি সম্প্রীতি জোট।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোঃ নিজাম উদ্দিনের দক্ষ নেতৃত্বে জেলা পর্যায়ে সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: