

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মোঃ নিজাম উদ্দিনকে জেলা প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন (৩) মাসের জন্য তাকে দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
সিএইচটি সম্প্রীতি জোটের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়। ২৪ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার থোয়া ইচিং মং শাক-এর স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের কার্যক্রম নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত বাঙালি, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বড়ুয়া, হিন্দু ও চাকমা—এই সাতটি জাতিসত্তার মধ্যে পারস্পরিক শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় সংগঠনের বিভিন্ন কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিএইচটি সম্প্রীতি জোট।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোঃ নিজাম উদ্দিনের দক্ষ নেতৃত্বে জেলা পর্যায়ে সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com