রাজস্থলীতে ২৯ বস্তা চোরাই চিনিসহ ৩জন আটক

0
107

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙামাটির রাজস্থলী বাজারে ২৯ বস্তা চিনিবোঝাই একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রাজস্থলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া ৬ নম্বর ওয়ার্ডের দুলাল চন্দ্রের ছেলে জয়ন্ত তনচংগ্যা (২৬), একই এলাকার লগ্ন চাকমার ছেলে অমরবাবু চাকমা ও বিলাইছড়ি উপজেলার সুধীর তনচংগ্যার ছেলে লক্ষ্মীজয় তনচংগ্যা (১৬)।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গতকাল সোমবার রাত ৯টায় রাজস্থলী বাজারে চোরাইপথে আনা ২৯ বস্তা (১ হাজার ৪৫০ কেজি) ভারতীয় চিনিবোঝাই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য দুই লাখ ৩ হাজার টাকা। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আজ মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here