উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী বাজারে ২৯ বস্তা চিনিবোঝাই একটি পিকআপ গাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার রাজস্থলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বিলাইছড়ি উপজেলার আমকাটাছড়া ৬ নম্বর ওয়ার্ডের দুলাল চন্দ্রের ছেলে জয়ন্ত তনচংগ্যা (২৬), একই এলাকার লগ্ন চাকমার ছেলে অমরবাবু চাকমা ও বিলাইছড়ি উপজেলার সুধীর তনচংগ্যার ছেলে লক্ষ্মীজয় তনচংগ্যা (১৬)।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গতকাল সোমবার রাত ৯টায় রাজস্থলী বাজারে চোরাইপথে আনা ২৯ বস্তা (১ হাজার ৪৫০ কেজি) ভারতীয় চিনিবোঝাই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য দুই লাখ ৩ হাজার টাকা। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আজ মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com