রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
Homeঅপরাধনদীর তীর সংরক্ষণে লামায় ইউএনও’র তামাক চাষে বিরোধী অভিযান

নদীর তীর সংরক্ষণে লামায় ইউএনও’র তামাক চাষে বিরোধী অভিযান

উপজেলা প্রতিনিধি, লামা:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপকহারে বিষবৃক্ষ তামাক চাষ হয়েছে। নদী খাল ও ঝিরির চরসহ তীরে এ তামাক চাষ করে চাষীরা। বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ, জাপান, আবুল খায়ের সহ বেশ কয়েকটি তামাক কোমপানীর প্ররোচনায় এসব তামাক হয়। খবর পেয়ে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় নদীর তীর হতে ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় নদীর চর ও তীরবর্তী এলাকায় কৃষকরা তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ ও নদী তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী। এ সময় ইউএনও কৃষকদের সাথে কথা বলে বিষয়টি অবহিত করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নদীর তীর হতে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশ প্রদান করেন।

অভিযানের সময় কৃষি কর্মকর্তা সোহেল রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, পুলিশ ও কৃষকরা উপস্থিত ছিলেন। অভিযানে নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন বলেন, মৌসুমের শুরুতে মাইকিং সহ ব্যাপক প্রচারণা করা হয়েছিল। এরপরও কৃষকরা নদীর তীরে তামাক করেছেন। তায় অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: