

উপজেলা প্রতিনিধি, লামা:
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় চলতি মৌসুমে ব্যাপকহারে বিষবৃক্ষ তামাক চাষ হয়েছে। নদী খাল ও ঝিরির চরসহ তীরে এ তামাক চাষ করে চাষীরা। বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ, জাপান, আবুল খায়ের সহ বেশ কয়েকটি তামাক কোমপানীর প্ররোচনায় এসব তামাক হয়। খবর পেয়ে উপজেলার লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় নদীর তীর হতে ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় নদীর চর ও তীরবর্তী এলাকায় কৃষকরা তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ ও নদী তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী। এ সময় ইউএনও কৃষকদের সাথে কথা বলে বিষয়টি অবহিত করেন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী নদীর তীর হতে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রাখার নির্দেশ প্রদান করেন।
অভিযানের সময় কৃষি কর্মকর্তা সোহেল রানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম, পুলিশ ও কৃষকরা উপস্থিত ছিলেন। অভিযানে নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন বলেন, মৌসুমের শুরুতে মাইকিং সহ ব্যাপক প্রচারণা করা হয়েছিল। এরপরও কৃষকরা নদীর তীরে তামাক করেছেন। তায় অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com