।।আকাশ মারমা মংসিং,বান্দরবান।।
বান্দরবানে থানচিতে ডুবি ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর ২৪ ঘন্টা পাড় হলেও এখনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সারাদিন সাঙ্গু শঙ্খ নদীতে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার চালালেও শিক্ষার্থীদের সন্ধান মেলেনি।
থানচি সদর থেকে তিন্দু পদ্মঝিড়ি দুরত্ব ১৩ কিলোমিটার। এলাকাটি দূর্গম ও নেটওয়ার্ক বিহীন। সোমবার সকালে কয়েকজন শিক্ষার্থীর নৌকা যোগে হরিসচন্দ্র পাড়া থেকে রুনাধন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দিকে যাওয়ার পথে তিন্দু ইউনিয়নের পদ্ম ঝিড়ি এলাকায় পৌছালে পানি স্রোতে নৌকাটি ডুবে যায়। অনান্য শিক্ষার্থীরা সাতার কেটে প্রাণ রক্ষা করতে পারলেও শান্তি রানী ত্রিপুরা(১০) ও ফুলবানু ত্রিপুরা (৯) দুই শিক্ষার্থীর পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। এরপর উদ্ধারের চালালেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, গতকাল ফায়ার সার্ভিস ডুবুরি দল ও এলাকাবাসী যৌথভাবে নদীতে খোঁজখুজি চালিয়েছে। তবুও শিক্ষার্থীদের সন্ধান পাওয়া যায়নি। আজকে আবার উদ্ধারের চলমান রয়েছে।
থানচি ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা অরুন জ্যেতি বড়ুয়া জানান, গতকাল সারাদিন শিক্ষার্থীদের উদ্ধার অভিযান চালানো হয়েছে তাদের সন্ধান পাওয়া যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।