সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রোয়াংছড়ি প্রশাসন ও সেনাবাহিনী

0
20

।।রোয়াংছড়ি প্রতিনিধি।।

রোয়াংছড়িতে বিগত ৫আগস্ট ২০২৪ইং পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে অদ্যবধি রোয়াংছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বজায় রাখতে মাঠে কাজ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর।

সোমবারর (১১ নভেম্বর ) সকাল ৬টায় ঘটিকায় হতে রোয়াংছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন কর্তৃক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলমগীর সহ একটি টহল দল বিভিন্ন পয়েন্টে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে সকাল ৯টায় হতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম কর্তৃক সহকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি কাগজাপত্র যাচাইয়ের মাধ্যমে ফিটনেশ বিহীনদের বিরুদ্ধে জরিমানা সহ কঠিন আইনের ব্যবস্থা করা হয়। যানবাহন দুর্ঘটনা হতে রক্ষার পাওয়ার জন্য সচেতনমূলক পরামর্শে প্রদানসহ ভবিষ্যৎ দুর্ঘটনা রোধ ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বৃদ্ধি পাবে।

সূত্রে জানা গেছে, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা সংগ্রহ ব্যাপারে আনাগোনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে বলে সুশীল সমাজ মনে করেন। অত্রাঞ্চলের হাট-বাজার সোমবার কেন্দ্রিক হওয়ায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ সহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ উপস্থিতি বৃদ্ধি করা হয়।

বান্দরবান ও রুমা মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ অর্থনীতি অঞ্চল রোয়াংছড়ি হওয়ায় স্থানীয় এলাকায় যানবাহন সহ মানুষজনের আনাগোনা সচরাচর থাকে। যার ফলে অবৈধ অনুপ্রবেশকারী সহ নাবালক চালক ফিটনেস বিহীন গাড়ি ও অবৈধ মালামাল মাদকদ্রব্য চোরাচালান এবং অস্ত্রের অবাধ সরবরাহ বন্ধের নিমিত্তে এলাকার কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রত্যক্ষ পরিস্থিতিতে এলাকায় অনুপ্রবেশকারীসহ সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি অধিকাংশের হ্রাস পাবে বলে মনে করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here