সাবেক ছাত্রনেতা দর্শন চাকমা ঝন্টু জন্মদিনে ভালোবাসায় সিক্ত

0
59

তুফান চাকমা।।নানিয়ারচর।।

জন্মদিনে মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. দর্শন চাকমা ঝন্টু।

মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগার কক্ষে রাজনৈতিক নেতাকর্মী এবং সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে কেক কাটেন তিনি। এছাড়াও সারাদিন বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, নেতাকর্মী, সহকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দর্শন চাকমা ঝন্টু পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সততার সাথে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনে যথেষ্ট সুনাম ও খ্যাতি অর্জন করেন তিনি। তার জন্য সবার কাছে সুপরিচিত ও প্রিয়মুখ হয়ে উঠেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদ রাঙামাটি জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here