
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে সেনাবাহিনী।
বুধবার (১ জানুয়ারি ) সাজেক ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী পরিবারের মাঝে ২০০ জন পাহাড়ী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি।
মেজর তালুকদার অনন্ত ইবনে আলম ক্যাপ্টেন মোঃ মিসবাহ উজ্জামান উপস্থিতিতে বেতবুনিয়া,উজানছড়ি, চাইল্যাতলী , চম্পাতলী পাড়ার মধ্যে – দুইশত স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়া হয়।
এতে আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাগবে এজন্য আজ আমরা মাসালং এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।
তিনি আরো বলেন, বয়স্ক মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনীর শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।