শিক্ষার মান উন্নয়নের পাশপাশি প্যাগোডাভিত্তিক স্কুল আরো বাড়ানো হবে; সচিব মো. মাহবুব হোসেন

0
61

আকাশ মার্মা মংসিং।।বান্দরবান।।

মন্ত্রী পরিষদের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি প্যাগোডাভিত্তিক স্কুল আরো বাড়ানো হবে। যাতে করে ধর্মের শিক্ষার মান আরো বাড়ে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে পৌর শহর ৫নং ওয়ার্ডের উজানী পাড়া বৌদ্ধ বিহারের শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্যে করেন।

মো. মাহবুব হোসেন বলেন, সরকারকে প্রমান করতে হবে শিক্ষার জন্য যে প্রকল্পটি গ্রহন করেছি সেটি কার্যকারিতা হয়েছে এবং জনগনেরও উপকার হয়েছে। তাই প্রত্যেক শিক্ষকদের প্রতি শিক্ষাকে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমিদার সভাপতিত্বে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সূপ্ত ভূষন বড়ুয়া, পুলিশ সুপার সৈকত শাহীন, প্রকল্প পরিচালক ও উপসচিব মো. সাখাওয়াত হোসেন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে অধ্যাক্ষ, সুবন্ন লংকারা মহাথেরো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাথোয়া হ্রী মারমাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here