লামায় অবৈধ ইটভাটায় অভিযান; ৭ লক্ষ টাকা জরিমানা

0
43

।।লামা ও আলীকদম প্রতিনিধি।। 

বান্দরবানের লামার অবৈধ ইট ভাটায় যৌথভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটার দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

আজ বুধবার দুপুরে ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

জরিমানা প্রাপ্ত হল- লম্বাশিয়া পাড়া এলাকায় এমবিএম ব্রীকস মালিক মো: মহিউদ্দিন, শিবাতলী পাড়ায় এমবিআই ব্রীকস মালিক মো: এনামুল হক, ইউএমবি ব্রীকস মালিক আল মামুন, এবিসি-৪ মালিক মো: বেলাল উদ্দিন, বিবিএম-২ মালিক মোক্তার আহমদ, ফাদুর ছড়া এলাকায় এমএইচবি ব্রীকস মালিক মো: রিয়াদুল ইসলাম, ও হরিণখাইয়া এলাকায় ইউবিএম ব্রীকসের মালিক মো: অলি উল্লাহ।

পরিবেশ অধিদপ্তর জানায়, লামায় ফাইতং ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটা চালু ও পাহাড় কাটছে এমন সংবাদে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পাহাড় কেটে সাবাড় করার প্রমাণ পাওয়া যায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী সাতটি অবৈধ ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন, কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি। তবে সংবাদ পেয়ে ফাইতং ইউনিয়নে ২১ টি অবৈধ ইটভাটায় পরিদর্শন করি কোন ইট ভাটায় আগুন দেওয়া অবস্থায় পাইনি।

তিনি বলেন, পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ ইভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here