লংগদুতে বসতবাড়িতে কৃষি উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

0
39

আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু হর্টিকালচার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গত শুক্রবার (২৯নভেম্বর) সকাল ১০ টায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হর্টিকালচার অফিসার কৃষিবিদ আসিফ মাহমুদ এর সভাপতিত্ব, প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ পাল।

প্রশিক্ষণে বক্তারা বসতবাড়িতে ফলবাগান স্থাপনের নানা কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের কলম করার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়। উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ব্যবহার করে কৃষক কৃষাণী ভাইয়েরা তাদের বাড়িঘরের আঙিনায় ফলের চাষকে বৃদ্ধি করতে সক্ষম হবেন। পরে প্রশিক্ষণে বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ পাল বসত বাড়িতে চাষকৃত বিভিন্ন ধরনের ফলের রোগ ও পোকামাকড় আক্রমণ, লক্ষণ, প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here