লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের পোনা বিতরণ 

0
44

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

রাঙ্গামাটির লংগদুতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্সে সামনে ২০ জন মৎস্যচাষীর মাঝে ১৭০ কেজি পোনা বিতরণ করা হয়।

এ সময় লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান উপজেলা হটিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ,সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান বলেন ,সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই-বাছাই করে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী ২০ জন চাষীর মাঝে ১৭০ কেজি কার্প জাতীয় পোনা বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here