লংগদুতে অসুস্থ গরু জবাই করে গোস্তে রং মিশিয়ে বিক্রি; জরিমানা ২০হাজার টাকা 

0
26

আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার পাহাড়ের সবচাইতে বড় বাজার মাইনীমূখ বাজারে অসুস্থ গরু জবাই করে গোস্তে রং মিশিয়ে বাজারে বিক্রি করার সময় ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে গোস্ত ব্যবসায়ী মনিরুজ্জামান মনা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোস্ত ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।

গোস্ত ব্যবসায়ী মনিরুজ্জামান মনা লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের বাসার আলীর ছেলে। তিনি নিয়মিত মাইনী বাজারে গোস্ত বিক্রি করে আসছেন। বাজার কমিটি ও স্থানীয়রা জানায় এর আগেও সে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে।

লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, ‘এর আগেও ওই মাংস ব্যবসায়ী অসুস্থ গরু জবাই কড়ে গোস্ত ফ্রিজিং করে নষ্ট মাংস ও বিক্রি করেছে। এবং আমাদের কাছে একটি অঙ্গীকারনামা দেন, এরকম ভুল সে আর কখনো করবে না। কিন্তু তিনি আজ শনিবার বাজারের দিন সকালে আবারো একই কাজ করেছে। পরে সে দোষ স্বীকার করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে ভবিষ্যতে মাইনী বাজারে আর গোস্ত বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সময় বাজারের বিভিন্ন মুদি মাল, কাঁচা বাজারেও বিভিন্ন ব্যবসায়ীকে অপরাধর ধরন অনুযায়ী নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here