রোয়াংছড়িতে গ্রামীণ নারী দিবস পালিত

0
18

।।রোয়াংছড়ি প্রতিনিধি।।

‘গ্রামীণ নারীর মর্যাদা পূর্ণ জীবন গড়ি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোয়াংছড়িতে পালিত হয়েছে গ্রামীণ নারী দিবস।

সোমবার (১৪ অক্টোবর) সকালে বটতলী পাড়া বাজার এলাকায় গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) সহযোগিতায় এ দিবস পালন করা হয়।

এসময় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-ক্রিয়া প্রকল্পের আওতায় রোয়াংছড়ি বাজার বটতলা থেকে র‍্যালী করে বের করে সমাবেশ স্থানে শেষ হয়। র‍্যালীতে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অর্ধশতাধিক তঞ্চঙ্গ্যা নারী ও কিশোরীরা অংশ নেন। পরে গ্রামের তঞ্চঙ্গ্যা কিশোরীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন।

এদিকে দিবসকে ঘিরে ঐতিহ্যবাহী ঘিলা খেলায় অংশ নেন দুই নারী দল। খেলাধুলা শেষে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বক্তারা বলেন, গ্রাম পর্যায়ে নারীদের নিয়ে এমন উদ্যোগ খুবই প্রসংশনীয়। এটি শুধু একটি এলাকায় নয়, পার্বত্য এলাকায় নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি গ্রামে এমন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা দরকার। তবে ক্রিড়া ও সংস্কৃতি ছাড়াও আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জুম চাষের পাশাপাশি আর্থিকভাবে সচ্ছলতা আনতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে গ্রাউসের ক্রিয়া প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা মংবাথুই মার্মা সঞ্চালনায় ক্রিড়া প্রকল্পের সমন্বয়ক অম্লান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা উপসহকারী কৃষি অফিসার নুমংপ্রু মার্মা, রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক(এসআই) ফয়েজ উদ্দিন, গ্রাউস ও এমজেএফ প্রকল্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here