
উবাসিং মারমা।। রুমা।।
বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর উদ্যোগে বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের চাইন্দা পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ সকাল ১০টায় বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন পাইন্দু ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উহ্লামং মারমা।
এসময় উক্ত মৌজার হেডম্যান, আশিকার প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমা এবং প্রায় শতাধিক সেবা প্রত্যাশী উপস্থিত ছিলেন।
প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমা জানান, বিএসআরএম এর অর্থায়নে (AWLI) প্রকল্পের মাধ্যমে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণের জন্য তিনি পাড়াবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা তার ইউনিয়নে এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আশিকা এবং বিএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, নানা ধরনের ব্যস্ততা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে নানা ধরনের অসুখ -বিসুখ হলেও পাড়ার লোকজন উপজেলা সদরের হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না। তাই পাড়ায় পাড়ায় গিয়ে এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা সম্ভব হলে জনগণ তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবে বলে মন্তব্য করেন।
এদিকে মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী উপস্থিত থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রুবেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০ টায় শুরু হয়ে মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সময় শারীরিক অবস্থা চেক আপ করে ডাক্তারের প্রদত্ত প্রেসক্রিপশন অনুযায়ী নানা ধরনের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।