অংবাচিং মারমা ও উবাসিং মারমা রুমা থেকে>>>
বান্দরবানে রুমা উপজেলায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের কর্মসূচী আওতায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকান্ডে ক্ষতিগ্রস্হ-১শত-৬৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ও রুমা জোনের সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার ২৮ জুন সকালেই রুমা সদরে খাদ্য গুদাম থেকে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানায় সম্প্রতি সন্ত্রাসী কর্মকান্ডের পাহাড়ের জুম চাষিরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের আংশিক হলেও পুষিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ খাদ্য ও নগদ অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে।
রুমা সদর ইউনিয়ন ও পাইন্দু ইউনিয়নের পরিবারের মধ্যে ১শত ৬৬ টি পরিবারের প্রতি পরিবারকে নগদ ১ হাজার ৭ শত টাকা ও ৫০কেজির এক বস্তা করে চাল বিতরণ করা হয়।
চাল ও নগদ অর্থ বিতরণের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ২৮ বীর রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাহমুদুল হাসান,মেজর মোঃ সোহেল আহমেদসহ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা শৈবং উপস্থিত ছিলেন।