রুমায় বিজিবি বিশেষ অভিযানে পপিক্ষেত ধ্বংস

0
72

ডেক্স রিপোর্ট।।

বান্দরবানের রুমা উপজেলার ৯বিজিবি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বগামুখ পাড়া সংলগ্ন উমবাক্ক পাড়ার পাহাড়ের ঢালুতে পপিক্ষেত ধ্বংস করা হয়েছে।

গত মঙ্গলবার সকালে ক্যাপ্টেন ওয়াজেদুল মাহমুদ আসিফ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পাহাড়ে চাষকৃত প্রায় ১১৫ একর জমির পপিক্ষেতের গাছ, ফুল ও ফলসহ স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

বিজিবি গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা সদর ইউনিয়নের বাজার পাড়া আর্মি ক্যাম্প হতে দক্ষিণ-পূর্বকোনে ৯কিলোমিটার দূরত্ব এ চাষ। অভিযানে ধ্বংসকৃত অবৈধ বস্তুসমূহের ওজন প্রায় ২হাজার ৮শত ৭৫কেজি এবং যার বর্তমানে বাজার মূল্যে প্রায় ২১ কোটি ৫৬ লাখ ২৫ হাজার টাকা।

পপিক্ষেত ধ্বংসের বিষয়ে রুমা ব্যাটালিয়ন ৯বিজিবি জোন কমান্ডার জানান, বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন,মাদকদ্রব্য অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দূর্গম পাবর্ত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here