রুমায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
105

উপজেলা প্রতিনিধি।। রুমা।।

বান্দরবানের রুমা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রুমা উপজেলার চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল বারান্দায় আয়োজনে অনুষ্ঠানটি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শৈমং মারমা শৈবং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অফিসার আশীষ চিরান, এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার রতন কান্তি দাশ, প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, বেথেল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল লিয়ান বম, প্রিন্ট মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় ক-গ্রুপ ও খ-গ্রুপে বিভক্ত হয়ে অংক দৌড়, ভাসমান দৌড়, উচ্চ লাফ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজনে ,
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন আজ বুধবার থানা লেকের আয়োজন করা হয়েছে।  ছবি: রুমা বার্তা

আরেকদিকে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজনের মধ্যদিয়ে নৃত্য, লটারি ড্র ও হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলা এর মাধ্যমে অভিভাবকসহ শিক্ষকেরা আয়োজনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here