ডেক্স রিপোর্ট।।
বান্দরবানের রুমা উপজেলায় পাইন্দু ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিল ২০২৩-২০২৪ অর্থবছরের তিনটি প্রকল্পের একযোগে বিতরণের মাধ্যমে বাস্তবায়ন করেছে ইউনিয়ন পরিষদ। গত মঙ্গলবার (২৬ মার্চ) সকালে পাইন্দু ইউনিয়ন অস্থায়ী কাযার্লয়ে বিভিন্ন আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, পাইন্দু চেয়ারম্যান উহ্লামং মার্মা,সংরক্ষিত মহিলা সদস্য অংমেসিং মার্মা, মেম্বার মংচউ ও অংসাপ্রু মারমাসহ আরো অনেকে প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১ লাখ ৩১ হাজার ২শত বরাদ্দে প্রকল্পের সভাপতি ২নং ওয়ার্ডে মেম্বার গংবাসে মার্মা পাইন্দুু ইউনিয়নের গরিব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ৪লাখ ৬০হাজার বরাদ্দে পাইন্দু ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও প্রশিক্ষিত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সাথে ১ লাখ ৫০হাজার বরাদ্দে প্রকল্পের সভাপতি ৮নং ওয়ার্ডে অংসাপ্রু মারমা প্রাংসা পাড়া ও মুয়ালপি পাড়ার কমিউনিটি সেন্টারে আসবাবপত্র বিতরণ করা হয়।