অনলাইন ডেক্স।।
বান্দরবানের রুমা উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও একজন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার রুমা উপজেলা সদর ইউনিয়নে মুনলাই পাড়া বগালেক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে ট্রাক-মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে রুমা-বগালেক ২নং সদর ইউনিয়নের মুনলাই পাড়া নিকটস্থ বগালেকগামী বড় ট্রাকের গাড়ি সাথে টুরিস্ট বাইকার রুমা বাজার আসার পথে মোটরসাইকেল সংঘর্ষ হয়ে একজন টুরিস্ট বাইকার মারা যায়। উক্ত লোককে ঘটনাস্থলে থেকে পাড়ারবাসী ও ড্রাইভারের সহযোগিতায় রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেল আরোহী নিহত ব্যক্তি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া গ্রামের মিয়া হোসেন এর ছেলে মো. সালেহ (৪৫)। দুর্ঘটনায় পায়ে ও বুকে গুরুতর আহত আজাদ (৩৯) বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, যে মোটরসাইকেল আরোহী মরে গেছে তাকে রুমা সদর হাসপাতালে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা নিতে আসলে পরিবারের হাতে লাশটি হস্তান্তর করা হবে।