রুমায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন আহত 

0
38

উবাসিং মারমা।।রুমা।।

বান্দরবানের রুমায় উপজেলা চাঁদের গাড়ি চাপায় রাঙ্গামাটি জেলার ৪নং বড়থলি ইউনিয়নে  সত্যরাং ত্রিপুরা (৫৮) এবং তার স্ত্রী সারতি ত্রিপুরা (৫৬) ও লালা হাওহেং বম (৬৪) নামের তিন ব্যত্তির আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটা দিকে রুমার বগালেক উপরে পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুমা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সোহরাওয়ার্দী।

আহত ব্যক্তি লালা হাওহেং বম তিনি জানান, রুমা বাজার থেকে চাঁদের গাড়িতে করে কেওক্রাডং যাচ্ছিলেন সেখানে বগালেক মাঝপথে তাদের স্বামী স্ত্রী দুজনকে দেখা পাই, তবে তাদের পকেটে কোন টাকা না থাকাতে ভাড়া নাই বলেও মানবিক খাতিরে তোলা হয়েছিল গাড়িতে। তবে এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে।

স্থানীয়দের বক্তব্যে জানতে চাইলে তারা জানান, ব্রেকফেল হয়ে পাহাড়ে উঠার সময় পিছন দিকে চলে আসে গাড়িটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহরাওয়ার্দী বলেন, এক্সিডেন্টটি বগালেক উপরে পেঁপে বাগান দিকে হয়েছে।দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তাদের এত আঘাত হয়নি। আরেক জনকে বান্দরবানে রেফার করা হয়েছে বলে জানান।

উল্লেখ্য, রুমা উপজেলায় কিছুদিন পর পর গাড়ি এক্সিডেন্ট হয়ে থাকে যেটা কারোর কাছে কাম্য নহে। রুমার গাড়ি ফিটনেস বিহীন এবং চালকের সমস্যা আছে এবং অভিজ্ঞতা ড্রাইভার কিনা সেগুলো পর্যবেক্ষণ করার অনুরোধ করেন প্রশাসনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here