রুমায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
83

বিশেষ প্রতিনিধি।। রুমা।।

বান্দরবানের রুমা উপজেলা একটি মাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী ও পরীক্ষার্থীদের সাথে শহীদ মিনার'র সামনে তোলা। ছবি: রুমা বার্তা।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী ও পরীক্ষার্থীদের সাথে শহীদ মিনার’র সামনে তোলা। ছবি: রুমা বার্তা।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল উদ্দিন’র সংঞ্চালনায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল আলম। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ. নাইদিয়া ভিক্ষু, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৪ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা।

প্রধান অতিথি রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here