রুমায় একজনকে গুলি করার অভিযোগ কেএনএফ বিরুদ্ধে; চলছে রাস্তার অবরোধ

0
85

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের রুমায় চাঁদা না পেয়ে উহ্লাচিং মারমা (৩৭) নামে এক যুবককে বিনা কারণের গুলি করার অভিযোগ উঠেছে কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট (কেএনএফ)বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রিজুক পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, আহত ব্যক্তি- উহ্লাচিং মারমা(৩৭), সে রুমা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রিঝুক পাড়া গ্রামে মৃত:মনাক ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কেএনএফের ১৭ জন সদস্য অস্ত্র নিয়ে রিঝুক পাড়াতে প্রবেশ করে। পরে চাদাঁসহ কোনকিছু না দেওয়াতেই গ্রামবাসীর উপর অত্যাচারের পাশাপাশি গুলিবর্ষণ শুরু করে। পাড়াবাসীরা গুলির ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। এসময় বাড়ির বাইরে থাকা উহ্লাচিং মারমা নামে এক যুবককে উদ্দ্যশ্যে করে গুলি করে কেএনএফ সদস্যরা। গুলি লেগে ঘটনাস্থলে আহত হন উহ্লাচিং মারমা। পরে স্থানীয়রা উদ্ধার করে রুমা সদর হাসপাতালের ভর্তি করানো হয়। চিকিৎসা অবনতির না হলে উন্নত চিকিৎসা জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট বিরুদ্ধে চাদাবাজি, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণের সড়ক অবরোধ করেছে রুমার সচেতন নাগরিক সমাজ। রুমা বাজার থেকে বান্দরবানের সড়কে যানবাহনসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে ২নং রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) বলেন, চাঁদা না পেয়ে গ্রামবাসীদের উপর বিনাকারণে গুলি চালিয়েছে কেএনএফ সদস্যরা। গুলি খেয়ে এক যুবক গুরুতর আহত হয়েছে । আহত ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এমন জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ড কারণে রুমা সচেতন নাগরিক সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণ মানুষেরা বিনা কারনে গুলি করা বিষয়টিকে কেন্দ্র করে রুমা সড়কটি অবরোধ করেছে।

এদিকে ঘটনার হওয়ার পর রুমা জোনের আওতাধীন একটি সেনাবাহিনীর দল টহলে জোরদার দিয়েছে বলে জানা যায়।

নিউজটি লেখার পর্যন্ত আহত ব্যক্তি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত মাসে রোয়াংছড়ি -রুমা সড়কের বাঙ্কার তৈরী করে চাঁদা আদায় করে আসছিল কেএনএফ সদস্যরা। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ধ্বংস করা হয়। আবার কয়েকদিন পর রুমা পাইন্দু চেয়ারম্যান উহ্লামংকে চাঁদাদাবী করে বগালেক থেকে অপহরণ করে নিয়ে কেএনএফ সদস্যরা। এরপর থেকে কেএনএফ চাদাবাজি,অপহরণ, খুনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের কারণের অতিষ্ঠ হয়ে উঠে রুমা সর্বসাধারণ মানুষ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here