রুমায় উপজেলা পরিষদসহ ইউএনও বাসভবন নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন মোতায়েন

0
61

ডেক্স রিপোর্ট।।

সাম্প্রতিক বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ১৭ ঘন্টার ব্যবধানে ০৩টি ব্যাংক ডাকাতির পর বান্দরবান পার্বত্য জেলাধীন ০৭টি উপজেলায় উপজেলা পরিষদ চত্ত্বর ও ইউএনও এর বাসভনের নিরাপত্তার জন্য ১০ জন করে সাধারন আনসারের পাশাপাশি ৬ জন করে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সোমববার (১৫ এপ্রিল) সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় বিভিন্ন স্থানে দেখা মিলে আনসার ব্যাটালিয়ন সদস্যদের।

সরেজমিনে দেখা মিলে, উপজেলা পরিষদ চত্বর ও ইউএনও এর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এ বিষয়ে রুমা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্তকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ব্যাংক ডাকাতির পর গত ১০ই এপ্রিল থেকে যৌথভাবে আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার সদস্যরা উপজেলা পরিষদ চত্বর ও ইউএনও এর বাসভবনের নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here