
উবাসিং মারমা।। রুমা।।
বান্দরবানে রুমা উপজেলায় একমাত্র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে পরিচালিত উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের আজ সোমবার (৩০ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জারলম বম প্রধান অতিথি থেকে স্কুলে ভর্তির ফলাফল লটারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। লটারির মাধ্যমে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণির পর্যন্ত শিক্ষার্থী ভর্তি ফলাফল প্রকাশ করা হয়।

উপজাতীয় আবাসিক স্কুলে পরিচালনা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী প্রকাশিত ফলাফল অনুষ্ঠানে সংঞ্চালনা থেকে শিক্ষার্থীদের ফলাফল নিশ্চিত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত ওসি সোহরাওয়ার্দী, বিএসসিবি কমিটির কোষাধ্যক্ষ ভান নোয়াম বম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রোসহ আরো অনেকে প্রমূখ।

বিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণির শিক্ষার্থী ২৫জন, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ১৫জন ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী ২৪জন উত্তীর্ণদের আগামী ২রা জানুয়ারি তারিখে ভর্তি করা হবে বলে জানিয়েছেন।