রুমায় আগামী ২৭ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নব বাস-স্টেশন

0
19
Exif_JPEG_420

ডেক্স রিপোর্ট।।রুমা বার্তা।।

বান্দরবানের রুমা উপজেলায় আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার নব বাস স্টেশন থেকে বাস সার্ভিস চালু হবে বলে জানা গেছে। একই সাথে বাস, জীপগাড়ি, মোটরবাইক, থ্রী হোলার গাড়ি ভাড়াও নির্ধারণ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানিয়েছেন তিনি।
আরো জানান, তার সাথে বাস সার্ভিসের ভাড়াসহ উপজেলার সড়কের অভ্যন্তরীণ অংশে জীপ গাড়ি, মোটরবাইক, থ্রী হোলার মাহেন্দ্র গাড়ি ও সিএনজি ভাড়াও নতুন করে নির্ধারণ করা হয়। সভার সূত্র মতে, রুমার নতুন বাসস্টেশন থেকে নির্ধারিত বাস ভাড়া ১৪০টাকা, যা আগে ছিল ১৫০টাকা। ১নং সদরঘাট থেকে রুমা বাজারে মোটরবাইকে ৩০টাকা, নতুন বাসস্টেশন পর্যন্ত হলে জনপ্রতি ১৫টাকা। ঠিক একইভাবে রুমা বাজার থেকে নতুন বাসস্টেশন ও সদরঘাট পর্যন্ত যথাক্রমে ১৫টাকা ও ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আলোচনা সভাকালে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরপি) ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক কর্মকর্তা ডা. রুবেল দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো , পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা প্রকাশ চন্দ্র চাকমা ও রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রমূখ।

সূত্রে জানা গেছে, মানুষের যাতায়াত নিরাপত্তা ও ঘনবসতিপূর্ণ রুমা বাজার পরিবেশ ভারসাম্য রক্ষা করতে রুমা বাজার সংলগ্নে অনুমোদিত স্টেশন থেকে সরিয়ে বেথেল পাড়াঘাট সংলগ্নে সদ্য নির্মিত নব বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু কবার সিদ্ধান্ত নেয়া হয়। এ সার্ভিসটি আগামী শুক্রবার থেকে বান্দরবান উদ্দেশ্যে এই নতুন বাসস্টেশন থেকে সকল বাস ছাড়া হবে।

স্থানীয় চালক ও যাত্রীরা জানান, নতুন বাস স্টেশন চালু হওয়াতে সাধারণ যাত্রীদের নিত্যদিনের সেবার সুবিধার বৃদ্ধি পাবে। ঐখানকার দোকানদারদের কিছুটা বেঁচাকেনা হবে আশাবাদ রাখেন স্থানীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here