মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
HomeUncategorizedরামগড় বাজার কমিটি পুর্নগঠন, সভাপতি জসিম -সম্পাদক ইলিয়াছ

রামগড় বাজার কমিটি পুর্নগঠন, সভাপতি জসিম -সম্পাদক ইলিয়াছ

।।সাইফুল ইসলাম, রামগড়।।

দীর্ঘদিন পর ব্যবসায়ীদের  স্বতঃস্ফূত অংশগ্রণে মাধ্যমে খাগড়াছড়ির রামগড়  বাজার পরিচালনা কমিটি পুর্নগঠন কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর ) রাত ৮টায় বাজার কমিটির কার্যালয়ে উক্ত আলোচনা সভায় বাজারের সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন’কে সভাপতি ও ব্যবসায়ী মোঃ ইলিয়াছ হোসেন ভূইয়া ‘কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

৩৫ সদস্য বিশিষ্ট রামগড় বাজার নির্বাচিত কমিটির অন্যান্য পদে যারা রয়েছে সিনিয়র  সহ সভাপতি পদে সেফায়েত উল্লাহ” ভুইয়া ট্রাভেলস,সহ সভাপতি বেলাল হোসেন, জমজম সুইটস,সহ-সভাপতি হারাধন  দেবনাথ,নাথ ব্রাদার্স , সহ-সভাপতি হারেছ আহমেদ মিলন” মিলন পোল্ট্রি, সহ সভাপতি নুরুল করিম” আফসার ব্রাদার্স,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম” সেলিম ব্রাদার্স, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন” মেসার্স মোশারফ ট্রেডার্স, সহ কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম” ইব্রাহিম পোল্টি, দপ্তর সম্পাদক এমদাদুল হক খান” মেসার্স শরিফ ট্রেডার্স, প্রচার সম্পাদক জসিম উদ্দিন মিন্টু” মেসার্স কুটুম ড্রেস হাউজ,ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক রেজাউল  করিম রানা” জাহাঙ্গীর মেডিকেল হল, প্রমুখ।

এসময় কমিটি গঠনকল্পে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলি সুজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোরর্শেদ মিঠু সহ সুশীল সমাজ বৃদ্ধ।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: