রামগড়ে সন্ত্রাসীদের হামলায় কৃষক আহত

0
25

।।সাইফুল ইসলাম, রামগড়।।

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের তবলাপাড়ায় (ইউপিডিএফ) সন্ত্রাসীদের কর্তৃক মজিবুল হক (৫৩) নামে এক ব্যক্তিকে বেদম পিটিয়ে মারাত্মকভাবে আহত করে জলাশয় ফেলে চলে যায়।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাতাছড়া ইউনিয়নের তবলা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

খোজ নিয়ে জানা গেছে, সন্ত্রাসীদের হামলাতে মজিবুল হকের মাথা, হাত পায়ে পিটে মারাত্মক জখম হয়েছে। বতর্মানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মজিবুল হক নাকাপার ছাইদংছড়া গ্রামের মৃত আব্দুর সোবানের ছেলে, সে পেশায় একজন সাধারণ কৃষক।

মজিবুল হক জানান,  তার হারিয়ে যাওয়া ৪টি গরু ও ২টি ছাগল খুজতে গেলে কোন কারণ ছাড়াই ৪ জন উপজাতীয় সন্ত্রাসী তাকে বেদম মারধর করে।

এদিকে ঘটনার খবর শুনে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন হাসপাতালে মজিবুল হক’কে দেখতে যান, এবং অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here