রাজস্থলী উপজেলা প্রসাশনের আয়োজনে যতাযত মর্যাদায় বিজয় দিবস পালন

0
29

উচ্চপ্রু মারমা, রাজস্থলী।।

রাজস্থলী সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে মহান বিজয় দিবসে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহ রিয়াজ বিশ্বাস।

এসময় আরও বক্তব্য রাখেন রাজস্থলী সার্কেলের এএসপি মোঃ বেলায়েত হোসেন (বিপিএম), রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলি, রাজস্থলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি।

 আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার প্রদান করা হয়।

এদিকে আলোচনা সভার পূর্বে ফিতা কেটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।

উল্লেখ ভোর ৬.২৪ টায় ৩১ বার তোপধ্বনির পর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৪ টায় রাজস্থলী উপজেলা গণমিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here