মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Homeরাঙামাটিরাজস্থলীর সীমান্ত সড়কে মরদেহ উদ্ধার

রাজস্থলীর সীমান্ত সড়কে মরদেহ উদ্ধার

।।উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি।।

রাঙ্গামাটি জেলা রাজস্থলীর সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক মিতিংগ্যা ছড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দিন রাঙ্গামাটি লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির আন্ডারে বাবুর্চির কাজে নিয়োজিত ছিল।

চলতি মাসের সোমবার (২০ মে) অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে নিখোঁজ হয়। নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করে। খোজা খুঁজি পর আত্মীয় স্বজনরা সীমান্ত সড়কের পাশে হেলালের মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে ৪৭ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর রহস্য।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: