রাজস্থলীতে দু’দিন ব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা আজ সম্পন্ন

0
59

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন’র আয়োজনে ” বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত সোমবার ( ২৯জানুয়ারি) রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল। আজ মঙ্গলবার সকালে পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ করেন।

এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এ সময় বিশেষ অতিথির হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাসক সুনিত মুৎসুদ্দী প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলায় রাজস্থলী উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here