রাঙ্গামাটিতে ১ নভেম্বর থেকে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

0
41

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায়রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমনের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বুধবার (৩০ অক্টোবর)দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙ্গামাটিতে পর্যটকদের আগমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি জানান, ১ নভেম্বর থেকে পর্যটকরা নির্দিধায় রাঙ্গামাটি ভ্রমন করতে পারবেন। আর পর্যটকদের ভ্রমনে যাতে কোন ধরনের সমস্যার সম্মুখিন না হয় তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, পাহাড় ঘেরা রাঙ্গামাটির বিশাল কাপ্তাই হ্রদ, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমন পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙ্গামাটিতে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যাসহ জেলার পর্যটন সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।

এদিকে পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা। আর পর্যটকদের ভ্রমনে আরো সাশ্রয়ী করার লক্ষ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। আর রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারী পর্যটন কেন্দ্রগুলো রাঙ্গামাটি ভ্রমন করতে আসা পর্যটকদের স্বাগত জানাতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ই অক্টোবর রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা প্রশাসকগণ এক যৌথ বিজ্ঞপ্তিতে ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত সবগুলো পর্যটন স্পট অনিবার্য কারণ দেখিয়ে পর্যটকদের এই তিন পার্বত্য জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here