রাঙ্গামাটিতে গণমাধ্যমের অফিসে হামলা ও

0
39

জেলা প্রতিনিধি।।রাঙ্গামাটি।।

সারাদেশে বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

সোমবার ( ২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দিনগুলোতে এই কর্মসূচী পালন করা হয়েছে।

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সংবাদকর্মী একেএম মকছুদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলার সভাপতি ওমর ফারুক,জেলা স্কাউটের সম্পাদক নুরুল আবছার, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার,রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ,এবং কাউখালী প্রেসক্লাবের মেহেদী হাসান সোহাগ ছাড়াও সামাজিক নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা বলেন,বিভিন্ন গণমাধ্যমে অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার এবং যেকোন ঘটনা, দুর্যোগসহ আরো নানান ঘটনবলী অত্যন্তু ঝুঁকির নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে গণমাধ্যম। কিন্তু কারো বিপক্ষে গেলেই তারা গণমাধ্যম কর্মীদের হামলার পাশাপাশি গণমাধ্যম অফিসেও ভাঙচুর চালাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয় গণমাধ্যমকে। কিন্তু সবসময় দুর্বৃত্তরা গণমাধ্যমে ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছেগণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

হামলাকারী যে হোক না কেন সঠিক বিচার তদন্ত সাপেক্ষে বের করে সমাজ জাতির সামনে দেখতে চাই। সাংবাদিক বাক স্বাধীনতা প্রতিবন্ধক দূর হতে রেহায় চাই। সাংবাদিক নিপিড়ন নির্যাতন বন্ধ চাই বন্ধ করুন।

উল্লেখ্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুফ ও দৈনিক আমাদের নতুন সময়ের তিনটি পত্রিকাসহ সারাদেশে গণমাধ্যমের ওপর হামালার প্রতিবাদে মানববন্ধন করেন রাঙামাটির জেলা গণমাধ্যমকমীবৃন্দ ব্যক্তিরা ।

তারা আরো বলেন, সাংবাদিকরা দেশের দর্পন।তারা বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় প্রচার করবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here