।।রাঙামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটিপার্বত্য জেলাপরিষদে কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যকে নিয়োগ দিয়ে অন্তর্বতীকালীন পরিষদ গঠনের প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক(৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ গঠনকরেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ জন সদস্যরা হলেন, দেব প্রসাদ দেওয়ান, প্রণতিরঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লালমুয়ান সাংপাং খোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মোঃ হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা, লুৎফুন্নেসা বেগম।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপযুক্ত ভাবে পুর্ণ গঠিত অন্তর্বতী কালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকলসংশোধনীরবিধানঅনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদের সকল দায়িত্ব পালন করিবেন।