
তুফান চাকমা।।রাঙামাটি।।
রাঙামাটিতে আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা এবং বার ও বেঞ্চ এর সম্পর্ক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ এ. ই. এম. ইসমাইল হোসেন,
এতে আরও বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ তাহিদুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাবুদ্দিন, যুগ্ন জেলা ও দায়রা জজ রিজোয়ানা রশিদ, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ
সহ রাঙ্গামাটি আদালতের সকল বিচারকবৃন্দ এবং কোর্ট ইনস্পেক্টর উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল গাফফার মুন্না।
আলোচনা সভায় আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্ধ ও আইনজীবী সমিতির সকল সদস্য, শিক্ষানবিশ আইনজীবী, আইনজীবী সহকারীবৃন্দরাসহ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন।