লামা প্রতিনিধি।।
বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়নে অপহৃত সাত শ্রমিককে চার লাখ টাকার অর্থের মুক্তিপনের মাধ্যমে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা ।
গতকাল সোমবার রাত সাড়ে আটটায় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
তারা হলেন— মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা সরই ইউনিয়নে কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান।
স্থানীয়রা জানান, গত শনিবার গভীর রাতে লামা উপজেলার লুলাইং আমবাগান এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল। কিন্তু সেই শ্রমিকদের মুক্তি দিতে ৮ লক্ষ টাকা চাঁদা দাবী করেন অপহরণকারীরা। টানা তিনদিন পর আট লাখ টাকা চাদাঁ দাবি করলেও চার লাখ টাকার অর্থের বিনিময়ে শ্রমিকদের ছেড়ে দিয়েছে অপহনকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার ওয়ার্ড সদস্য বলেন, প্রতিনিয়ত এই এলাকাতে অপহরণ ঘটনা ঘটছে। ছাড়া পেতে মোটা অংকে টাকা দাবি করছে অপহরণকারীরা। যার কারণে এই এলাকার সকলেই আতংকে মধ্যে রয়েছে। গতকাল রাতে অপহৃত সাত শ্রমিকের ৪ লাখ টাকায় মুক্তিপণে তারা ছাড়া পেয়েছে ।
এর আগে গত ১৪ জানুয়ারী গভীর রাতে একই এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করে ১ লাখ নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘণ্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এসআই আতিকুর রহমান জানান, অপহরণ থেকে ছাড়া পাওয়া সাত শ্রমিককে বাগান মালিকের জিম্মায় পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছে।