মহালছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

0
20

মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মহালছড়ির সামাজিক প্লাটফর্ম মহালছড়ি সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে কিছু তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে  শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।

তরুনদের মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি স্বপ্নবিলাস এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী মো: খালেদ মাসুদ সাগর, মোঃ রনি, মোঃ সাকিব, উম্মে তাসলিমা, সুনিতা ত্রিপুরা, আরিফুল ইসলাম , মোঃ মোরশেদ আলম প্রমুখ।

মহালছড়ি সদর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের সবিতা দাশ বলেন, গত কিছুদিন পূর্বে স্বামী মারা যায়, তারপর স্বামীর ব্যবহৃত সব কম্বল ফেলে দেওয়ায় ১ টা পাতলা কম্বল ও কাঁথা জড়িয়ে শুয়ে থাকি। শীতে ভিষণ কষ্ট হয়। কম্বল পেয়ে উপকার হল, দিনের বেলায়ও গায়ে জড়িয়ে রাখা যাবে।

তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর  বলেন, মহালছড়ি উপজেলা প্রশাসন এবং স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ এর সহযোগিতায়  মহালছড়ি সদর ইউনিয়নের মাষ্টার পাড়া, মোহাম্মদপুর, চৌংড়াছড়ি মগপাড়া মিলিয়ে আজও ৭০ টি পরিবারে কম্বল উপহার দেওয়া হয়েছে পর্যায়ক্রমে বাকি এলাকায় দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে,  শীতের কম্বল পেয়ে সবাই খুব খুশি হয়েছেন এবং আমাদের শীত বস্ত্র বিতরণ কর্মসূচী ধারাবাহিক থাকবে। ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here