বিলাইছড়িতে বিষুর উপলক্ষে দু’দিন ব্যাপী ঘিলা খেলা সম্পন্ন

0
35

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধি:-বিলাইছড়িতে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, রক্ষা করবো আমরাই” – এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে বিষুর উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলা খেলা সমাপ্তি হয়েছে।

উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতায় ২ দিন ব্যাপী অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় শেষ হয়। এবং খেলাধূলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা সহ ঘরে ঘরে ঐতিহ্য বাহি খাবারসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। আর ঘিলা খেলায় সর্বমোট ২৮ টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা” বিলাইছড়ি অঞ্চল কমিটির সহ-সাধারণ সম্পাদক ও “ধুপশীল যুব পরিষদের ” সভাপতি শান্ত বাবু তঞ্চঙ্গ্যা।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার রানী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার শুক্রসেন তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি ছিলেন সাবেক মহিলা মেম্বার জামুপুরী তঞ্চঙ্গ্যা, শিক্ষক রুপা মোহন তঞ্চঙ্গ্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি-বর্গ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ধুপশীল যুব পরিষদে সাধারণ সম্পাদক বাবু সুমন্ত তঞ্চঙ্গ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here