বান্দরবানে ভ্রমন পিপাসুদের পাঁচটি খাতে ছাড় ঘোষণা

0
18

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

সৌন্দর্য লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে বেড়াতে আসা ভ্রমনপিপাসু পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষনা দিয়েছেন জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ। এই বিশেষ ছাড় চলবে চলতি মাসে ৩০ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) সকালে হোটেল গ্র‍্যান্ড ভ্যালী কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে ছাড়ের ঘোষণা দেন হোটেল-মোটেল মালিক এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো:জসিম উদ্দিন।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলেন,বান্দরবানের সাতটি উপজেলার মধ্যে সদর,লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এই চারটি উপজেলা পর্যটকদের জন্য ভ্রমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এছাড়াও বান্দরবানের ভ্রমণকারী পর্যটকদের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আজ থেকে পর্যটনের জড়িত পাঁচটি খাতে ১১০ শতাংশ ছাড়ের ঘোষণা দেন।

পাচটি খাতের ছাড়ের ঘোষণা মধ্যে রয়েছে, আবাসিক হোটেলে রুম বুকিং ৩৫ শতাংশ, সকল রিসোর্টে ২৫ শতাংশ, খাবার হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১০ শতাংশ, পর্যটকবাহী জীপ,কার, মাইক্রোবাস (চাদের গাড়ি) ২০ শতাংশ ও সিএনজি, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ২০ শতাংশসহ সর্বমোট ১১০শতাংশ জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ আহবায়ক মো: নাছিরুল আলম ও সদস্য সচিব মো:সিরাজুল ইসলামের প্রেস বিজ্ঞপ্তিতে এক স্বাক্ষরিত মাধ্যমে এই ছাড়ের ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, শুধু পর্যটন ব্যবসায়ী খাত নয় সরকারের অন্তর্ভুক্ত পর্যটন কেন্দ্র নিলাচল,নীলগিরি, প্রান্তিলেক, মেঘলা কয়েকদিনের মধ্যে প্রশাসনের পক্ষে থেকেও ছাড়ের ঘোষণা দেয়ার কথা রয়েছে। বান্দরবানে বিপর্যস্ত খাতকে দেশী ও বিদেশী পর্যটকদের কাছে সংবাদ প্রচার মাধ্যমে পর্যটনশিল্প আরো বিকাশিত করার গনমাধ্যম প্রতি অনুরোধ জানান ব্যবসায়ীরা।

এদিকে দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। প্রায় এক মাস পর আজ বৃহস্পতিবার থেকে বান্দরবান চারটি উপজেলার পর্যটক ভ্রমনের নিষেধাজ্ঞা তুলে নেন প্রশাসন।

সম্মেলনে জীপ ও মাইক্রোবাস সমিটি সভাপতি নাছিরুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here